এই কবিতা ইতিমধ্যে 16 বার পড়া হয়েছে!
স্বাধীন আমরা বিশ্বে এক অপ্রতি রোধ্য শক্তি আজ
ওরে স্বাধীনতার শপথ নিয়ে আজ একবার সাজ
জটিল কাশ্মীর সমস্যা
ওদিকে পাকিস্তান…..
ব্রিটিশ গেছে বিষাক্ত নিঃস্বাস তবু….
বিচ্ছিন্নতার কালো মেঘ;দেশ কি হবে খান খান?
জাগরে সাগর গর্ভে, দিগদিগন্ত জু’ড়ে
জীবনশক্তি তে জাগ ;তাড়া ক’রে মৃত্যুরে….
হোক ঐক্য মন্ত্রে ইতিহাস-লেখা তোদেরই নিঃশ্বাসে
পরাধীনতার কষ্ট সবার উড়ে যাক এক পাশে।
