আসরাফ

কে ভালবাসে

খুজেছি হিমালয় থেকে কন্যা কুমারিকা….
একটা বর্ষা হয়ে ঝরে পড়া….
বুকের তৃষ্ণা মেটানো শ্রাবন….

খুজেছি মনের ছটফটানির টানে….
একটা পবিত্র মনের কোমল ছোঁয়া….
অক্লান্ত ভালোবাসার দ্বিধাহীন টান….

তোমায় ছেড়ে

আর ভালো লাগেনা….
সেই কবে নদীতে পাল তুলেছি….
পাহাড় থেকে সমতল….
এখন মোহনার কাছে !

জীবনটা এতো ছোটো মনে হবে
ভাবিনি কখনো….
সর্ষের খেতে আলু গাছের ঘ্রান….
আর ভালো লাগেনা !

বার্ধক্যের মাঝে ভালোবাসার যৌবন….
ভালো কি লাগে তোমাকে ছেড়ে ?

তোমার খুশি

আমার জেগে থাকা রাতের রাশি….
বয়ে আনুক তোমার অনন্ত খুশি….
চিন্তা ভাবনা তোমাকেই ঘিরে….
মাথার মাঝে শুধুই ঘুরে ফেরে !

নিয়ে সব পুঁজি….
ভালো কিছু খুজি….
শুধুই ব্যাথা খুঁজে পাই….
জীবনটা ভরলো ব্যাথায় ব্যাথায় !

কি করি আর….
জীবনটাই সার….
সবার কথাই ভাবলে সোনা….
শুধু আমি টা মনে পড়লো না !

তবে কি নেই মন্দ, সব ভালো?….
জীবন মানে জি বাংলা, ভালোবাসার আলো?

রিক্ততা

রিক্ততার হাহাকারে একরাশ ভস্সের মাঝে
ছিল তোমাকে ঘিরে শুধুই একটা স্বপ্ন
কেরে নিতে চেয়ো না……

আশা ছিল…….
থাকবে না হয়তো…..
আজ বেরা পাতা খাইয়ে
ভয় দেখিও না !

আমি যে ভালোবাসি তোমায়

গোপনের গভীরতার গভীরে আছে অনন্ত গভীরতা
সেখানে আবেগের সাথে প্রবৃত্তি গুলো
খেলা করে……..

তিন নম্বর চোখ টা ঐটাই দেখছিলো
তাই পারে?……

তুমি যে মহিলা…..
তোমার গভীরতার ঢেউ অনন্ত…..

ডুবে মরছি তবু….
সাঁতার ছাড়বো না…..
আমি যে ভালোবাসি তোমায় !

ফিরে দেখো

ওদিকে ছুটো না বন্ধু…..
ইট পাটকেল আর কঙ্কর….

ফিরে দেখো….
কেমন কুয়াশার মাঝে মিষ্টি সূর্য
কাকে ভুলে কাকে যে ডাকো….

অন্তর প্রজ্জলিত করে ঘরে ফেরো….
বৃষ্টির অপেক্ষা কোরো না !