মেনু
মাস: অক্টোবর 2017
মেঘ
আসরাফ খান
নীল সাগরের এক কোনে
ঠিক যেন আম বনে
উঠল ছেয়ে কাল রংএর মেঘে
সূর্য মামা থাকল না আর জেগে
মেঘের মন বৃনদাবন
শোশোশো করল বন
নামল আঁধার যেন সনধাবেলা
গরু ছুটছে গোধূলি মেলা
ঝিমঝিমঝিম ঝরল জল থৈথৈথৈ অতলতল
বইল নদী খানি
পৃথিবীর কান মেঘের গান শুনল মধুর বাণী
আনমনে কোন জনে……
